Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাটগাতী ইউনিয়নের ইতিহাস

বঙ্গবন্ধু ও এই ইউনিয়নঃ

 

সাবেক পাটগাতী ইউনিয়নের টুংগীপাড়া গ্রামের ১৯২০ সালের ১৭ ই মাচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেন। তাঁর মত মহামানবের জন্মের কারণে এই পাটগাতী ইউনিয়ন সারা বাংলাদেশে এমনকি বিশ্বে সু-পরিচিত। কেননা এই পাটগাতী ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হত না।

 

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তথ্যঃ

 

বঙ্গবন্ধুর বাল্যকাল এবং শৈশবকাল কেটেছে সাবেক এই পাটগাতী ইউনিয়নের ঐতিহ্যবাহী টুংগীপাড়া গ্রামে। তাঁর নিজের নির্মিত আবাসস্থল (বঙ্গবন্ধু ভবন) যা তাঁর

স্মৃতিকে উজ্জ্বল করে রেখেছে। তাঁর বাড়ীর পাশের খালের যেখানে তিনি বাল্যকালে স্নান করতেন সহপাঠী এবং বন্ধুদের নিয়ে ছোট ছোট মাছ ধরতেন, সেই টুংগীপাড়ার

খাল ও বাঘিয়ার নদী আজও তাঁর স্মৃতি আকড়ে ধরে আছে।