Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পাটগাতী

 

পটভূমিঃ অত্র এলাকায় আনুমানিক ৩০০ বৎসর পূর্বে জনবসতি শুরু হয়। আনুমানিক ১৫০/২০০ বৎসর পূর্বে  অত্র এলাকার  হিন্দু সম্প্রদায়ের লোকেরা  পুরো  চৈত্র মাস শিবাসন বা পাট মাথায় নিয়ে এলাকায় ধর্মীয় জাগ-যজ্ঞাদি ও গান বাজনা করে মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে পাট পূঁজা বা নিল পূঁজা করতেন। সেই পাট পূঁজা থেকে অত্র এলাকার নাম হয় পাটগাতী গ্রাম। পরবর্তিতে পাটগাতী গ্রামের নাম অনুসারে এই  ইউনিয়নের  নাম হয় পাটগাতী। (অনুমান ১৮৯০-১৯০০)। ১৯০০ হতে ১৯৪৭ পর্যন্ত পাটগাতী ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৪৭ হতে ১৯৭১ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিল নামে পরিচিত ছিল।

বাংলাদেশ স্বাধীনের পরে ১৯৭৩ সালে পাটগাতী ইউনিয়ন পরিষদ নাম হয়। জনগনের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়। প্রথম নির্বাচিত চেয়ারম্যানের নাম জনাব মোস্তাইন বিল্লাহ (টুকু বিশ্বাস)।

 

১। ইউনিয়নের নাম : পাটগাতী

২। আয়তন : ২৮.৭৯ বর্গকিলোমিটার

৩। সীমানা :উত্তরে :বর্ণি ইউনিয়ন,  দক্ষিনে ডুমরিয়া ইউনিয়ন ও শৈলদাহ নদী,পূর্বে গোপালপুর ও ডুমরিয়া ইউনিয়ন এবং পশিমে মধুমতি নদী।

৪। গ্রামের সংখ্যা :১২ ।

৫। মৌজার সংখ্যা : ১০।

৬। লোকসংখ্যা :৩৫০০০।

৭। পরিবারের সংখ্যা : ৭০০০।

৮। কৃষক পরিবারের সংখ্যা : ৫৬৪৯।

৯। কৃষি ব্লকের সংখ্যা : ২।

১০। আবাদি জমি : ২৩৮৭ হেক্টর ।

১১। প্রধান ফসল :  ধান ,পাট,গম,সরিষা,ডাল,পিয়াজ,সবজি ও চিনাবাদাম।

১২। স্থায়ী পতিত : ২৯০ হেক্টর।

১৩। জলাশয় : ১১০ হেক্টর ।

১৪। শিক্ষার হার : ৬৫% ।

১৫। সরকরিী প্রাথমিক বিদ্যালয় : ১০ টি।

১৬। বেসরকারী গ্রাথমিক বিদ্যালয় :৫ টি।

১৭। উচ্চ বি্দ্যালয় : ২টি।

১৮। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ২টি।

১৯। মাদ্রাসা : ৩টি।

২০। মসজিদ : ৫০টি।

২১। মন্দির : ২০টি।

২২। গ্রাম সমূহের নাম :

    ক) চিংগড়ী

   খ) নবুখালী

   গ) কাকিইবুনিয়া

    ঘ)বাঘিয়ারকুল

   ঙ)বালাডাংগা

  চ)বালারগাতি

  ছ) দাড়িয়ারকুল

  জ)পাটগাতী

  ঝ)গওহরডাংগা

  ঞ)শ্রীরামকান্দি

  ট)গিমাডাংগা

  ঠ) পাঁচকাহনিয়া

২৩।রাস্তা ও সড়কের পরিমান:

      পাকা রাস্তা :

     কাচা রাস্তা :